ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ১৬ আগস্ট ২০২১ : আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে তালেবান। একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রস্তাব জানিয়েছিলেন ঘানি সরকারের অস্থায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকাওয়াল। কিন্তু, এমন পরিকল্পনায় তালেবান তাদের ঘোর আপত্তি জানিয়েছে।
রোববার (১৫ আগস্ট) তালেবানের দু’জন শীর্ষ কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আগ্রহী নয় বরং শান্তিপূর্ণভাবে পুরোপুরি ক্ষমতার হস্তান্তর চাইছে। তালেবান কমান্ডাররা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করার কথাও বলেছেন।
এর আগে, তালেবানের অভিযানের মুখে রোববার সন্ধ্যার দিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রতিবেশি তাজিকিস্তানের উদ্দেশে দেশত্যাগ করেছেন। দেশটির শীর্ষ শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ এক ফেসবুক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন বাহিনীর সঙ্গে দুই দশকের যুদ্ধ শেষে পশ্চিমা বাহিনী সৈন্য প্রত্যহার করে নিলে মাত্র ১০ দিনের মধ্যেই রাজধানী কাবুল সহ আফগানিস্তানের ২৮টি প্রদেশ দখল করে নেয় তালেবান বাহিনী। আশরাফ ঘানি সত্যিই দেশ ছেড়েছেন কিনা- সে খোঁজ নেওয়া হচ্ছেও বলে জানান তালেবানের আরেক কর্মকর্তা।
বর্তমানে ঘানি সরকার ও তালেবান- এই দুই পক্ষের মধ্যে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা চলছে।