যাত্রাবাড়ী থেকে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ০৯ আগস্ট ২০২১ : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২৪ কেজি গাঁজা ও ১৪৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। সোমবার (০৯ আগস্ট) সকালে দুইটি পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন (২০), মো. মামুন উদ্দিন (১৯)। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময়ে সাত লাখ বিশ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে অপর আরেকটি অভিযানে চার লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ১৪৮ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি হলেন- মো. তালেব (৩০)। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুইটি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা হয়েছে।