কঠোর লকডাউন: ঢাকায় ফিরে বিপাকে যাত্রীরা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ : ঈদ শেষে ফিরেছেন ঢাকায়। কিন্তু লঞ্চ থেকে নেমে হতবাক। ঘাটে নেই কোনো যানবাহন। অবশেষে কড়া লকডাউনে হেঁটেই ফিরতে হয়েছে বাসায়।

শুধু নৌপথ নয়, সড়ক পথের যাত্রীরাও পড়েন চরম ভোগান্তিতে। যা এক পর্যায়ে রূপ নেয় ক্ষোভে। ভুক্তভোগীদের দাবি, লকডাউনকে পরিকল্পনার মধ্যে আনার।

ঘাটে লঞ্চ। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই ঈদ উদযাপন শেষে ঢাকায় হাজারো মানুষ।

যদিও দুশ্চিন্তা আর অনিশ্চয়তা গাঢ় হয় আলো ফোটার সাথে। কিছুটা দেরি হলেও সাধারণ যাত্রীরা বুঝতে পারেন, নেই কোনো উপায়। লকডাউনের প্রথম দিন, নেই কোনো পরিবহনও। তাই যাত্রা পাঁয়ে হেটেই।

বাদ যাননি মরণব্যাধি ক্যান্সারের রোগী কিংবা প্রসূতি মা। ভারি ব্যাগ নিয়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনেকেই স্তব্ধ হয়ে পড়েন রাজপথেই। একটা সময় ক্লান্তি আর দুর্ভোগ রূপ নেয় ক্ষোভে।

সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীদের অবস্থাও প্রায় এক। অস্বস্তিকর আবহাওয়ায় বাসায় পৌঁছাতে তাদেরও ভরসা দুই পা। তার উপর পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশিতো আছেই।

অনিশ্চয়তা আর ভোগান্তির মাঝেও সাধারণের দাবি, পরিকল্পিত লকডাউন ঘোষণার।