কোরবানির পশুবোঝাই পিকাপ ভ্যানে পাওয়া গেল গাঁজা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ : কোরবানির পশু নিয়ে এসেছে, ফিরে যাচ্ছে গাঁজা নিয়ে। রাজধানীতে এমনই এক চক্র ধরা পড়েছে ডিবি পুলিশের অভিযানে। ৫০ কেজি গাজাসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায়, গাজা সরবরাহ করতো চক্রটি।

বেলা একটা। রাজধানীর রমনা এলাকা। কোরবানির পশুবোঝাই পিকাপ ভ্যানে গাঁজা পরিবহন করা হচ্ছে, এমন তথ্যে একটি গাড়ি আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তল্লাশিতে বেরিয়ে আসে টেপ দিয়ে মোড়ানো বেশ কতগুলো গাঁজার প্যাকেট। পিকাপের নিচে বিশেষ কায়দায় বানানো গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয় ৫০ কেজি গাজা।

অভিযানে কাল্লু ও মনির হোসেন নামে দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, কাল্লু নিজেই পিকাপটির মালিক। দীর্ঘদিন ধরে ব্রাক্ষণবাড়িয়ার নানা জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো।

চক্রটিতে আরো কারা আছেন, তাদের শনাক্ত করা হবে বলেও জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।