
খবরের সত্যতা জানতে হাবিবের ব্যক্তিগত নাম্বারে ফোন করে পাওয়া যায়নি তাকে। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘শুনেছি হাবিবের ছেলে হয়েছে। এর বেশি কিছু আপাতত জানি না।’
দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। বাংলা লোকগীতির ফিউশন করে আলোচনায় এসেছেন তিনি। ২০০৩ সালে লুবায়না নামের একজনকে ভালোবেসে বিয়ে করেন হাবিব। মনমালিন্য দেখা দিলে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
তারপর ২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। আলিম নামের এক পুত্র সন্তান রয়েছে এ সংসারে। অজানা কারণে ২০১৭ সালে ভেঙে যায় এ সংসার। তারপর হাবিব বিয়ে করেন শিফাকে।