ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বহদ্দারহাট (চট্টগ্রাম) প্রতিনিধি,শনিবার, ০৩ জুলাই ২০২১ : তবে শেষরক্ষা হয়নি। ১২ জনের ওই বরযাত্রী ধরা পড়ল সার্জেন্টের হাতে। পরে একে একে সবাইকে নামানো হয় অ্যাম্বুলেন্স থেকে। দেওয়া হয় চালকের বিরুদ্ধে মামলা।
বৃহস্পতিবার (১ জুলাই) রাতে চট্টগ্রামের বহদ্দারহাটে ঘটে এ ঘটনা।
সার্জেন্ট শাহেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বহদ্দারহাট চেকপোস্ট ডিউটি করছিলেন তিনি। তখন অ্যাম্বুলেন্সকে হাত দেখিয়ে থামান। ভেবেছিলেন হয়তো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে গন্তব্যে পৌঁছতে পারবেন। তারা সবাই চকবাজার মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ এলাকার গন্তব্যে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই তাদের ধরা পড়তে হলো বহদ্দারহাট চেক পোস্টে।
আদেশ অমান্য করে লাশবাহী গাড়িতে বিয়ের যাত্রী নেওয়ায় মামলা দেওয়া হয় চালকের বিরুদ্ধে। এর আগে বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলীর মইজ্জ্যাটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার ভ্রাম্যমাণ আদালত রোগী বেশে যাত্রী পরিবহনের অপরাধে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স জব্দ করে। সরকারি হাসপাতালের এ অ্যাম্বুলেন্সে করে ৮ জন যাত্রী বহন করার অপরাধে তাকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত।