বিধি-নিষেধ অমান্য করায় মিরপুরে আটক ১০০ (বিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ : করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সারা দেশে চলছে ৭ দিনের কঠোর লকডাউন। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা আছে, শিল্প-কারখানা, ব্যাংক-পুঁজিবাজার ও আদালত।

বিধিনিষেধ অমান্য করে যাতে কেউ বাইরে চলাচল করতে না পারে তা নিশ্চিতে র‍্যাব-পুলিশের পাশাপাশি রাজপথে আছে, সশস্ত্র বাহিনী ও বিজিবি। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। বিধি-নিষেধ অমান্য করায় রাজধানীর মিরপুরে একশোজনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে ৫০টি।

দেশজুড়ে ১০৬ কর্মকর্তাকে নির্বাহী ক্ষমতা দিয়ে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। সংক্রমণের হার কমাতে সরকার যে বিধিনিষেধ দিয়েছে, সেগুলো বাস্তবায়নে কাজ করছেন তারা।