ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২৩ জুন ২০২১ : প্রতিনিয়তই উপসর্গের রূপ পরিবর্তন করছে করোনা ভাইরাস। শুরুতে যেসব লক্ষণ দেখা গিয়েছিল, সেগুলোর পাশাপাশি এখন নতুন অনেক লক্ষণ দেখা যাচ্ছে। এর মাঝে নখের কিছু সমস্যাও উল্লেখযোগ্য।
করোনা ভাইরাস প্রায় প্রতিদিনই নিজের রূপ পরিবর্তন করছে। যার ফলে পরিবর্তিত হচ্ছে এর লক্ষণ বা উপসর্গও। উপসর্গ পরিচিত না হওয়ায় অনেকেই প্রাথমিক অবস্থায় বুঝতে পারছে না বা গুরুত্ব দিচ্ছে না।
বিশেষজ্ঞরা করোনার নতুন এক উপসর্গের কথা জানিয়েছে। নখের পরিবর্তন। বিভিন্ন রকম পরিবর্তন দেখা যাচ্ছে করোনার প্রভাবে। যেমন, আকার বা রঙ পরিবর্তন, নখের উপর রেখা ফুটে উঠা ইত্যাদি। এ সকল উপসর্গ তীব্র হলেই করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে। তাই আগে থেকেই জেনে নিতে হবে নখের এই উপসর্গগুলো।
১. করোনা ভাইরাসের একটি অন্যতম লক্ষণ হতে পারে নখ দূর্বল হয়ে যাওয়া। এমন সমস্যা হলে নখ গোড়া থেকে আলাদা হয়ে যেতে পারে। কিছুদিন পর পুরোপুরি উঠে যেতে পারে। সংক্রামণ সেরে যাওয়ার পর দেখা যাবে নতুন নখ।
২. শরীরে ঘামাচির মতো লাল লাল উপসর্গ দেখা যেতে পারে সাথে নখেও সাদা দাগ দেখা দিতে পারে। চিকিৎসকরা একে কোভিড নেইল বলছেন। তাই এ ধরণের সমস্যা দেখা মাত্রই কোভিড পরীক্ষা করে ফেলুন।
৩. অনেকের নখে লাল অর্ধচন্দ্রাকার দাগও দেখা যাচ্ছে। আর নখের বাকি অংশ থাকছে সাদা ফ্যাকাশে হয়ে। বিশেষজ্ঞদের মতে, এমন লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই কোভিড পরীক্ষা করে নেয়া উচিৎ।
৪. অনেক করোনা রোগীর রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা যায়। এ সময়
নখের কাছেও রক্ত জমাটবাধার মতো দাগ দেখা যেতে পারে। সাধারণত ১-৪ সপ্তাহ পর্যন্ত এ উপসর্গটি দেখা যায়।