ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার, ২৬ মে ২০২১ : রাজধানীর দক্ষিণখান মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজাহার নামের এক যুবকের ৬ টুকরা মরদেহ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে। পরকীয়ার কারণে হত্যা বলে ধারণা র্যাবের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর দায় স্বীকার করেছে ইমাম আব্দুর রহিম।
সরদার বাড়ি জামে মসজিদের সিড়িতে রক্তের দাগ ও সেপটিক ট্যাংকে গন্ধ পেয়ে অভিযান চালায় র্যাব। উদ্ধার হয় আজহার নামের নিখোজ এক ব্যক্তির ৬ টুকরো লাশ। এ ঘটনায় মসজিদের ইমাম আব্দুর রহিমকে আটক করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে ইমাম সিকার করে হত্যার কথা। জানান, এ মাসের ১৯ তারিখ সন্ধায় কথা কাটাকাটির জেরে মসজিদেই হত্যা করে আজহারকে।
দুপুরে র্যাব সংবাদ সন্মেলনে জানায়,৩৩ বছর ধরে এ মসজিদে ইমামতি করেন আব্দুর রহমান। নিহত আজহারের ছেলে ইমামের কাছে পড়তো। আর এ কারণে পারিবারিক ভাবে পরিচয় ছিলো তাদের। তবে সেদিন সন্ধায় কথা কাটিকাটি হলে আজগরের ওপড় ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে ইমাম।
প্রাথমিক ভাবে পরকিয়া বলে ধারণা র্যাবের। তবে অন্যকোন কারণ আছে কিনা তাও ক্ষতিয়ে দেয়া হচ্ছে ।
এ হত্যাকন্ডের ঘটনায় ইমাম একাই জড়িত বলে জানানো হয় সংবাদ সন্মেলনে।