ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),ঢাকা প্রতিনিধি, সোমবার, ১৭ মে ২০২১ : মিতু হত্যা নিয়ে অবশেষে মুখ খুললেন, মুসার স্ত্রী পান্না আকতার। চ্যানেল টোয়েন্টিফোরকে তিনি জানান, নিখোঁজের আগ পর্যন্ত বাবুল আক্তারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল মুসার। এসময় মুসাকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন বাবুল। দাবি করেন, বাবুলের চাপের মুখে মিতু হত্যায় জড়িয়ে পড়ে মুসা।
মাহমুদা মিতু হত্যার অন্যতম আসামী কামরুল ইসলাম সিকদার ওরফে মুসার বাড়ি রাঙ্গুনিয়ার রানিরহাটে। ৫ বছর ধরে স্বামীর হদিস না পেয়ে শহরের বাসা ছেড়ে এখন গ্রামেই থাকছেন তার স্ত্রী পান্না আকতার।
মিতু হত্যা নিয়ে মুসার সাথে বাবুল আকতারের যোগাযোগসহ নানা বিষয় নিয়ে পান্না মুখ খোলেন চ্যানেল টোয়েন্টিফোরের কাছে। জানান, ঘটনার পর ১৬ দিন পর্যন্ত পরিবারের সাথে ছিল মুসা। তখন, বাবুল আকতার কয়েকটি ল্যান্ডফোন নম্বর থেকে মুসার সাথে নিয়মিত যোগাযোগ করতেন। এসময় মুসাকে সাবধানে চলাফেরা করার পরামর্শও দেন বাবুল। ধীরে ধীরে সব সামলে নেয়ার আশ্বাস দেয়া হয় তাকে।
পান্নার দাবি, দুই ভাইকে আটকের পর খুবই ভেঙ্গে পড়ে মুসা। এসময় মুসা সব ঘটনা ফাঁস করে দেয়ার হুমকিও দেয় বাবুলকে। এক পর্যায়ে স্ত্রীর কাছে স্বীকার করে খুনের সাথে জড়িত থাকার কথাও।
মুসার স্ত্রীর দাবি, ২০১৬ সালের ২২ জুন নগরীর কাটগড় থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে মুসাকে তুলে নেয়া হয়। যদিও মুসাকে আটকের বিষয়টি অস্বীকার করে আসছে পুলিশ। বিষয়টি নিয়ে সে সময় গণমাধ্যমে মুখ খুলতে চাইলে, বাবুলের ঘনিষ্ট দুই পুলিশ কর্মকর্তা তাকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেন পান্না আকতার।
২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে খুন হন বাবুল আকতারের স্ত্রী মাহমুদা মিতু।