নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থেকে জাল নোটের কারিগর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৩ মে : ছিলেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হয়েছেন জাল টাকার কারিগর। এমন দু’জন প্রকৌশলীসহ চারজনের একটি দলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। কামরাঙ্গীরচরে থাকা এই দলের কারখানাও জব্দ করা হয়েছে। ডিবি বলছে, ঈদকে সামনে রেখে উন্নতমানের জালটাকা তৈরি করছিলো এই ব্যক্তিরা, যা খালি চোখে বোঝার কোন উপায়ই নেই।

খুব মনোযোগ দিয়ে কাজ করছেন কর্মীরা। কাঙ্খিত বস্তুটিই নিপুণ হাতে তৈরি করছেন কামরাঙ্গীরচরের এই ছোট্ট ফ্ল্যাটে। তাইতো হাড়ভাঙা খাঁটুনি ছাড়াই এ ঘর এখন টাকার খনি, নিজস্ব টাকশাল। তোশকের নিচেও জমছে লাখে লাখে টাকা। পাঁচশ-হাজার টাকার নোটের ছড়াছড়ি। তবে সবটাই জাল।

এই কারিগরদের নেতৃত্ব দেন জীবন। যে এর আগেও কয়েকবার জাল নোট তৈরির দায়ে আটক হয়েছিলেন। এ যাত্রায় তার সঙ্গী ইমাম ও পিয়াস নামের দুইজন ইঞ্জিনিয়ার। যাদের একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বড় একটি টেলিকম কোম্পানিতে কাজ করলেও বেশি মুনাফার লোভে তা ছেড়ে যোগ দিয়েছেন এই অপরাধে।

এই গ্রুপটি কামরাঙ্গীরচরের আগে সাভারে জাল নোটের কারখানা গড়ে তুলেছিল। যা অনুসরণ করে আসছিল ডিবি। অবশেষে ৪৬ লাখ জালটাকাসহ চারজনকে হাতেনাতে ধরেছে তারা।

ঈদকে সামনে রেখে মানুষকে প্রতারিত করতে চক্রটি সক্রিয় ছিলো বলে জানায় পুলিশ।