ছিন্নমূল মানুষের পাশে ‘পারি ফাউন্ডেশন’ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০১ মে : করোনা কেবল জীবনই কেড়ে নিচ্ছে না, ছোবল মারছে কাজে-কর্ম-জীবিকায়। এমন অবস্থায় ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ। এমনই একটি সংগঠন পারি ফাউন্ডেশন। দুই টাকায় চিকিৎসা ও পথশিশুদের জন্য খাদ্য সহায়তাসহ লকডাউনে শুরু করেছে বেশকিছু নতুন উদ্যোগ।

রেললাইনের ধারে বালুমাঠে সারিবদ্ধ জমায়েত শয়ে শয়ে মানুষ। বয়সের ফারাক থাকলেও মিল আছে জীবনের ঘানি টানায়। ক্লান্তি-বিষন্নতা-অনাহার এখানে আষ্টেপৃষ্ঠে জড়ানো।

প্রতিটা প্রাণই কষাঘাতে কালশিটে। এই যেমন বৃদ্ধা গোলচানকে দেখার কেউ নেই। বয়সের ভারে ভিক্ষেটাও ঠিকমতো আর করতে পারেন না। তবুও আছে বেঁচে থাকার দায়।

দারিদ্র্যের শিকল ভেঙে এই মানুষগুলো বাঁচতে চান। যে যার সাধ্যমতো চেষ্টা করেন কিছু একটা করতে। কাজের সেই সুযোগও সীমিত হয়েছে করোনা সংক্রমণ বাড়ায়।

অসহায় অবস্থায় সামান্য সহায়তার আশ্বাসেই, তৃপ্তির হাসির ঝলক। স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশনের ডাকে এই অসহায় মানুষগুলো এক কাতারে হাজির হয়েছেন লকডাউনে কর্মহীন জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে।

বেঁচে থাকার লড়াই হয়তো প্রত্যেকের একারই। তবুও বদ্ধ সময়ে, এই লড়াইয়ে এসব স্বেচ্ছাসেবী সংগঠনের সামান্য সহায়তাও যেন বড় ঢাল হয়ে ওঠে ছিন্নমুল মানুষের জন্য।