হোমনা থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সোনিয়া আফরিন হোমনা থেকে,১৫ এপ্রিল : হোমনা থেকে চুরি হওয়া গাড়িটি মুন্সগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। হোমনা বাসস্ট্যান্ড থেকে গতকাল বুধবার ভোরে গাড়িটি চুরি হয়। এর পর থেকে হোমনা- মেঘনার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিমের অক্লান্ত প্রচেষ্টা গাড়িটি সন্ধান পায়।

গাড়িটি উদ্ধারের সন্ধান মেলেছে মেঘনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে। গাড়িটি উদ্ধারের পর আজ বৃহস্পতিবার হোমনা থানার এসআই আশেকুল ইসলাম ও এসআই ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশ টিম সহ ছবিতে মালিক মহসিন সরকার জব্দ করা গাড়িটির কাগজ পত্র যাচাই-বাছাই শেষে হোমনায় নিয়ে আসে।

হোমনা- মেঘনার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, ফেসবুকে দেখে গাড়িটি উদ্ধারের চেষ্টা করি। মালিক মহসীন সরকারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।