খালেদা জিয়া করোনায় আক্রান্ত, তবে উপসর্গ নেই: ফখরুল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,১১ এপ্রিল : করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন ব্যক্তিগত ডাক্তারের কাছে।

গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। করোনা সন্দেহে শনিবার আইসিডিডিআরবি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তার পরিবার। বিকাল তিনটার পর হাসপাতালের টেকনোলজিস্টদের একটি দল বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে বেগম জিয়ার। তবে, পুরো প্রক্রিয়ায় নেয়া হয় কঠোর গোপনীয়তা।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বেগম জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব রিপোর্টে দেখা যায়, করোনা পজিটিভ বিএনপি চেয়ারপার্সন। পরিবার, চিকিৎসক বা দলের কেউই প্রথমে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

তবে রোববার বিকালে, গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে জরুরি ব্রিফিংয়ে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, আক্রান্ত হলেও, এখনও খালেদা জিয়ার শরীরের অবস্থা স্থিতিশীল। চিকিৎসা নিচ্ছেন ব্যক্তিগত ডাক্তারের কাছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

গত বছরের ২৬ মার্চ পরিবারের আবেদনের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর তিন দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তখন থেকেই গুলশানের বাসভবন ফিরোজাতেই আছেন বিএনপি নেত্রী।

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে গিয়েছিলেন তিনি। সেখানে থাকা অবস্থায় চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও সাজা হয় তার। তবে, মুক্তির আগ পর্যন্ত প্রায় ১১ মাস বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া।