ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নোয়াখালী প্রতিনিধি, ৩১ মার্চ : কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল কাদের মির্জা। বুধবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনও জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবো না। ভবিষ্যতে আমি কোনও দলীয় পদ-পদবির দায়িত্বও নেবো না।
এসময় তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হতে চাই না। কিন্তু আমি যে দল থেকে বিদায় নিচ্ছি, এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোনও শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।
তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে সহযোগিতা করবেন বলে জানান।
পরে চ্যানেল টোয়েন্টিফোরের সাথে ফোনালাপে জানান, তাকে অপমান ও লাঞ্ছিত করেছেন প্রশাসনিক কর্মকর্তা-ডিসি, এসপি, ইউএনও এবং ওসি। অথচ, উল্টো তার বিরুদ্ধেই নানা মামলা হয়েছে।
উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের উপরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন।