ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ময়মনসিংহ প্রতিনিধি, ২২ মার্চ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের মামলা তুলে নিতে গৃহবধূকে প্রকাশ্যে মারধর করেছেন, শশুর বাড়ির লোকজন। মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূর পরিবারকে এলাকা ছাড়তে দেয়া হচ্ছে হুমকি ধমকি।
যৌতুকের জন্য নির্যাতন সইতে না পেরে মামলা করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গৃহবধূ ইয়াসমিন। যা কাল হয় তার। গত ১০ মার্চ প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করেন মামা শ্বশুর আনোয়ারুল ইসলামসহ তাদের পরিবার।
এই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ১৮ মার্চ ময়মনসিংহ আদালতে আরেকটি মামলা করেন ভুক্তভোগীর ভাই। তবে এতে আরও বেপরোয়া হয়ে ওঠেন আসামিরা। ভুক্তভোগীর অভিযোগ, তাদের এলাকা ছাড়তে দেয়া হচ্ছে হুমকি-ধমকি।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
২০১৮ সালে পছন্দ করে ফুফাত ভাই পাভেলকে বিয়ে করেন ইয়াসমিন। এরপর থেকেই যৌতুকের জন্য চালানো হতো নির্যাতন। বাধ্য হয়ে গত বছরের ২৬ নভেম্বর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন ইয়াসমিন। সেই মামলায় জেলও খাটছেন স্বামী পাভেল মিয়া।