ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),টাঙ্গাইল প্রতিনিধি, ১৬ মার্চ : মানববর্জ্য থেকে উন্নতমানের সয়েল কন্ডিশনার তৈরির উদ্যোগ নিয়েছে দুটি বেসরকারি সংস্থা। টাঙ্গাইলে সফল পরীক্ষার পর, এবার সৈয়দপুরে চলছে পরীক্ষামূলক কার্যক্রম। প্রক্রিয়াজাত এই কন্ডিশনার উন্নতমানের সার, যা পরিবেশবান্ধব। রাজধানীর মতো বড় শহরগুলোতে এ ধরনের উদ্যোগ নিতে নগর কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের।
দেশে প্রতিদিন শত শত মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হলেও; এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে। আর মানব বর্জ্য নিয়ে নেই তেমন কোনো উদ্যোগ।
তবে, ২০১৫ সালে টাঙ্গাইলের সফিপুরে মানববর্জ্যের প্ল্যান্ট নির্মাণ করে, ওয়াটার এইড। এতে ৫ ধাপে প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি হয়, মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক, ‘সয়েল কন্ডিশনার’। মাসে এর উৎপাদন, দুই টন সয়েল কন্ডিশনার।
এবার নীলফামারীর সৈয়দপুরে প্রায় দুই একর জমিতে, একইধরনের প্ল্যান্ট তৈরি করেছে, সংস্থাটি। যাতে এরইমধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, উৎপাদন।
বাড়ি-বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের তদারকি করছে, পৌরসভা কর্তৃপক্ষ।
এই সয়েল কন্ডিশনার পরিবেশবান্ধব তো বটেই, রাসায়নিক সারের চেয়ে উৎপাদন খরচও কম।