মেঘনায় গণধর্ষণের আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) মোঃ এসজে রনি মেঘনা থেকে,১১ মার্চ : কুমিল্লার মেঘনায় কিশোরীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে মিরপুর-১ নম্বর থেকে আটক করে মেঘনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ।
উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারি বিকালে ওই কিশোরী তার আট বছরের ভাগ্নিকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে শাক তুলতে যায়। পথে মানিকারচর গ্রামের হৃদয় আহমেদ (২১), মো. হৃদয় (২০) ও সম্রাট (১৮) তাদের পথ রোধ করে। সম্রাট ওই কিশোরীর ভাগ্নির মুখ চেপে ধরে দূরে নিয়ে যায়। অন্য দুইজন কিশোরীর মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।