১৩ মিনিটের হেরফেরে উড়াল দেন পি কে হালদার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০২ মার্চ : এ গল্প সিনেমাকেও হার মানাবে। চিঠি পৌঁছার মাত্র ১৩ মিনিটের হেরফেরে দুর্নীতি দমন কমিশন ও ইমিগ্রেশনের চোখে ধুলো দিয়ে দেশ ছাড়েন আলোচিত ব্যাংকার পি কে হালদার। পালিয়ে যাওয়ার রুটটাও অদ্ভুত! প্রথমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত, সেখান থেকেই নিরাপদ দুরত্বে। হাইকোর্টকে জানানো ইমিগ্রেশন পুলিশের এসব তথ্য ওঠে আসে চ্যানেল টোয়েন্টিফোরের হাতে।

সম্প্রতি আর্থিকখাতের কেলেঙ্কারির সবচেয়ে বড় হোতা প্রশান্ত কুমার হালদার। বভিন্ন প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়েছেন বেশ আগেই। কিন্তু কীভাবে, কোন প্রক্রিয়ায় পালিয়ে গেছেন পিকে হালদার তা নিয়ে ছিলো ধোঁয়াশা।

এই নিয়ে ইমিগ্রেশন বিভাগের কিছু তথ্য চ্যানেল 24 এর হাতে এসেছে। তাতে দেখা যায়, পি কে হালদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ২০১৯ এর ২২ অক্টোবর ইমিগ্রেশন অফিসে চিঠি পাঠায় দুদক। স্পেশাল মেসেঞ্জারে না পাঠিয়ে ডাকযোগে পাঠানো চিঠি সেগুনবাগিচা থেকে মালিবাগের অফিসে পৌঁছায় পরদিন বিকাল ৪টায়। এর ১৩ মিনিট আগে যশোরে অবস্থান করা পিকে হালদার দেশ ছাড়েন বেনাপোল সীমান্ত দিয়ে। এখানেই শেষ না এরও ২ মাস ১৯ দিন পর পি কে হালদারের পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

তবে কি পি কে হালদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার চিঠি আগে থেকেই কেউ ফাঁস করেছেন দুদক থেকে? এমন প্রশ্নে দুদক আইনজীবীর উত্তর, বিষয়টি নিয়ে কমিশনের সাথে কথা বলবেন তিনি।

আগামী ১৫ মার্চ ইমিগ্রেশন পুলিশের এ রিপোর্ট দাখিল করা হবে হাইকোর্টে। এরপর সেখানেই নির্ধারিত হবে কার দায়ে সেদিন পালিয়ে যান পি কে হালদার।