বরগুনায় দরিদ্রদের জন্য ঘর নির্মাণ প্রকল্পে দুর্নীতি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরগুনা প্রতিনিধি, ২৫ ফেব্রুয়ারি : বরগুনা সদরে দরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত টাকা তুললেও ঘর নির্মাণ করছেন না জনপ্রতিনিধিরা। অন্যদিকে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে টাকা আত্মসাতের অভিযোগ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্থানীয় প্রশাসনের।

বরগুনা সদরের ফুলঝুড়ি ইউনিয়নে টিআর কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে, জমি আছে ঘর নেই প্রকল্পে চারটি পরিবারের জন্য দুর্যোগ সহনশীল ঘর বরাদ্দ দেয় সরকার। যা নির্মাণের দায়িত্ব ইউপি সদস্যদের। প্রকল্পটির মেয়াদ শেষ হলেও তৈরি হয়নি সেই ঘর।

একই অবস্থা জেলার অধিকাংশ ইউনিয়নেই। অভিযোগ, প্রতিটি ঘরের জন্য বরাদ্দ প্রায় তিন লাখ টাকা তুলে ফেললেও, ঘর নির্মাণে গড়িমসি করছেন ইউপি সদস্যরা।

ঘর নির্মাণ না হওয়ার পেছনে খোঁড়া যুক্তি দিচ্ছেন অভিযুক্ত জনপ্রতিনিধিরা।

এদিকে, ঘর নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধেও। যা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছেন একজন ইউপি সদস্য শাহ নেওয়াজ সেলিম।

আর অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান টাকা আত্মসাতের দায় চাপালেন অফিস সহকারীর ওপর। ঘর নির্মাণে অনিয়মের বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের।

২০১৯-২০ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় বরগুনায় ২০৫ টি ঘরের জন্য বরাদ্দ ছিলো প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা।