ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জামালপুর প্রতিনিধি,২৪ ফেব্রুয়ারি : মন্ত্র দিয়েই ক্যান্সারসহ সব রোগ দূর করে দিচ্ছেন জামালপুরের কথিত এক কবিরাজ। গুজবে কান দিয়ে তার বাড়িতে ছুটছেন হাজারো মানুষ। চিকিৎসকরা বলছেন, এমন অপচিকিৎসায় রোগীর আরও ক্ষতি হতে পারে। যদিও দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস সিভিল সার্জনের।
এ যেন উৎসবে যোগ দেয়ার জন্য ছুটে চলা। যে যার মত ছুটছেন ভিড় করছেন কবিরাজের বাড়িতে। মানুষের ভিড় ঠেকাতে দেয়া হয়েছে বাঁশের বেড়া। কবিরাজের চিকিৎসা পেতে অপেক্ষা সবার। লম্বা লাইন হওয়ায় কেউ কেউ আবার জিরিয়ে নিচ্ছেন খানিকটা।
সূর্য ওঠার সাথে সাথে ভিড় লেগে যায় বাড়িতে। যা চলে রাত অবধি। এটিকে বিনামূল্যে চিকিৎসা বললেও টাকা তুলতে দেখা গেছে তার সহযোগীদের। কদিন আগেও যার সংসার চলতো দিনমজুরি করে, সেই পঞ্চাশোর্ধ কফিল উদ্দিনের অপেক্ষায় এখন হাজারো মানুষ।
চিকিৎসকরা এটিকে অপচিকিৎসা অবহিত করে বলছেন, এতে হিতে বিপরীত হতে পারে রোগীর। আর সিভিল সার্জন জানিয়েছেন, শিগগিরই এ প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এ ধরণের প্রতারকদের শাস্তি দাবি করেছে সচেতন মহল। তবে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তারা।