সাংবাদিক হত্যায় থমথমে বসুরহাট, ১৪৪ ধারা জারি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নোয়াখালী প্রতিনিধি, ২২ ফেব্রুয়ারি : নোয়াখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হন মুজ্জাকির। আর এর দায় চাপাচ্ছেন একে অন্যের ওপর। আবদুর কাদের মির্জা বলছেন, দায় পুলিশ প্রশাসনও এড়াতে পারেনা। আর পুলিশ হুঁশিয়ারি দিয়েছে, সময়মতো মূল হোতাদের মুখোশ উন্মোচন করা হবে। এদিকে, বসুরহাটে দু’পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক মুজ্জাকিরের মৃত্যু নিয়ে উত্তপ্ত নোয়াখালীর রাজনৈতিক মাঠ।

১৯ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল ও বসুরহাট পৌর মেয়র আবদুর কাদের মির্জার কর্মী-সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ছোড়া গুলিতে মুজ্জাকিরের মৃত্যুর দায় নিতে রাজি নন কোন পক্ষ। দোষ চাপাচ্ছেন একে অপরের ওপর।

সচেতন মহল বলছে, যার গুলিতেই হোক এই হত্যাকাণ্ড আওয়ামী লীগের অন্ত:কোন্দল ভায়বহ রূপ নিয়েছে। তবে তা মানতে নারাজ জেলা আওয়ামী লীগের সভাপতি।

নিহতের স্বজনরা বলছেন, মুজ্জাকিরের মৃত্যু নিয়ে রাজনীতি না করে সুষ্ঠু তদন্তে বের করা হোক প্রকৃত দোষীকে।