এবার আলোচনায় হারিস ও আনিসের সাজা মওকুফ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৮ ফেব্রুয়ারি : আল জাজিরার প্রতিবেদন প্রচারের পর থেকেই দেশ জুড়ে আলোচনায় হারিস ও আনিস আহমেদ। তথ্যচিত্রটিতে তাদের আসামি বলা হলেও, সম্প্রতি সেনাপ্রধান আজিজ আহমেদ দাবি করেন, আইন মেনেই তাদের সাজা মওকুফ করা হয়েছিলো।

শুরু হয় নতুন আলোচনা কীভাবে ও কোন প্রক্রিয়ায় পলাতকদের সাজা মওকুফ করা হলো। বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, যথাযথ নিয়ম মেনেই হারিস ও আনিসের সাজা মওকুফ হয়েছে। গোপনীয় কিছুই এখানে নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশের ওয়েব সাইটে হারিস ও আনিসের তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে বাদ দেয়া যায়নি।

এদিকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার টিকা নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যাচার বা অপপ্রচারের জন্য আল জাজিরার মতো গণমাধ্যম থাকা উচিত নয়।

অন্যদিকে কথিত সামিসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি। বিটিআরসি জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে তথ্যচিত্রটি ফেসবুক, ইউটিউব, ইন্সট্রাগ্রাম, টুইটার থেকে সরানোর কাজ শুরু হয়েছে।