ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,১৬ ফেব্রুয়ারি : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে, বিদ্যা-বাণী-আর সুরের দেবীর পূজা। সনাতন ধর্মের ভক্ত অনুরাগীদের প্রার্থনা, করোনামুক্ত পৃথিবী ও সম্প্রীতির।
তিনি জ্ঞানদাত্রী, দূর করেন অজ্ঞতার অমানিশা। দেবী স্বরস্বতী শুভ, সুন্দর আর কল্যাণের প্রতীক। সনাতন ধর্মমতে, প্রতি বছর মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে ধরাধামে আসেন বিদ্যার দেবী সরস্বতী। তারই আশীর্বাদে ঘুচে যায় অন্ধকার, প্রকাশিত হয় দীপ্ত আলোর আভা।
জ্ঞানের আলোয় পৃথিবীকে রাঙিয়ে দিতে পূজার্থীরা দলে দলে আরতি দিয়েছেন দেবীর চরণে। প্রার্থনা জুড়ে ছিলো করোনামুক্ত পৃথিবী ও সম্প্রতির কামনা।
রাজধানীর বিভিন্ন পূজা মন্ডপে কল্যাণ কামনায় আর্চনায় আসেন বিশিষ্টজনেরাও। স্বাস্থবিধি মেনেই হয় পূজার সব আনুষ্ঠানিকতা। ছিলো কচিকাচাদের হাতেখড়ি।