ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৪ ফেব্রুয়ারি : অনলাইনে ভারতীয় পণ্য বিক্রির নামে প্রায় সাড়ে তিন বছর ধরে প্রতারণা করে আসছে একটি চক্র। ফেসবুকে বেশ কয়েকটি পেইজ খুলে আসল পণ্যের ছবি দেখিয়ে গ্রাহকদের সরবরাহ করা হয় নকল পণ্য। কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া এমনই এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন পারভিন। ফেইসবুকের গুলমহর নামের একটি পেইজ থেকে শাড়ির ওর্ডার করেন। কিছু টাকাও অগ্রিম বিকাশ করেন তিনি। কুরিয়ারের মাধ্যমে ভারতীয় সেই শাড়িটি পরদিনই চলে আসে তার ঠিকানায়। তবে যে শাড়ির ওর্ডার দিয়েছেন সেটি নয়, নিম্নমানের একটি কাপড়। পরে গুলমহর পেইজে যোগাযোগ করলে তাকে ব্লক করে দেয়া হয়। ফোনে যোগাযোগেও সাড়া মেলে না। পরে বুঝেন প্রতারিত হয়েছেন তিনি।
শুধু নাসরিন নয় এমন প্রতারণার গল্প আছে অনেক। মোহম্মদপুর থেকে চিকিৎসক উর্মী একটি কাপড়ের ওর্ডার দেয় বাবুল ফ্যশন ওয়াল্ড নামের একটি পেইজে। তিনিও প্রতারিত হন একই ভাবে। তেঁজগাওএর লাভলী খন্দকারের অবস্থাও একই রকম। ওর্ডারের পর পণ্য না দিয়ে টাকা হাতিয়ে নেয়া হয়।
অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে সাইবার ইউনিট। পরে খুলনা থেকে এই প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় এই চক্রটি চার থেকে পাঁচটি একাউন্ট খুলে সারা দেশে এমন প্রতারণার জাল বিছিয়েছেন। যাদের সাথে প্রতারণা করেন ব্লক করে দেন তাদের একাউন্ট।
রাজধানীসহ সারা দেশে অনলাইন ব্যবস্যার নামে ছড়িয়ে থাকা এমন প্রতারক চক্রদের ধরতে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটর করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
অনলাইনে যারা ব্যবস্যা করছে দ্রুতই তাদের নিবন্ধনের আওয়ায় আনার সুপারিশ সংশৃষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।