ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুর প্রতিনিধি,১৩ ফেব্রুয়ারি : রংপুরের পীরগঞ্জে স্ত্রীর স্বাক্ষর জাল করে স্বামীর কাছে তালাকনামা পাঠানোর অভিযোগ উঠেছে মোশারফ হোসেন নামে কাজির এক সহকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার ভেন্ডাবাড়ির জোতবাত গ্রামে। এ ঘটনায় স্ত্রী নার্গিসকে বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামী মোকছেদ আলী।
জানা গেছে, ওই গ্রামের মোকছেদ আলী প্রায় ২৫ বছর আগে একই ইউনিয়নের মহেশপুর গ্রামের নার্গিস বেগমকে (৪০) বিয়ে করেন। বেশ কিছুদিন ধরে ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) নুরুল ইসলামের সহকারী মোশারফ হোসেনের সাথে ওই দম্পতির বিরোধ চলছে। এর জের ধরে মোশাররফ হোসেন নার্গিস বেগমের স্বাক্ষর জাল করে গত ১৯ জানুয়ারি তৈরি করা একটি তালাকনামা তাদের কাছে পৌঁছায়। গত ৭ ফেব্রুয়ারি গ্রাম পুলিশ সদস্য রমজান আলী তালাকনামাটি মোকছেদ আলীর বাড়িতে পৌঁছে দেন। তালাকনামা বাড়ি পৌঁছানোর সময় ওই দম্পতি বাড়িতেই ছিলেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেন পরিবারের সদস্যরা। পরে তিনি তার বাবার বাড়িতে চলে যান। ভুক্তভোগী নার্গিস বেগম বলেন, ‘আমিতো তালাক দেইনি। আমার সুখের সংসার। কাজি আমার স্বাক্ষর দিয়ে আমার স্বামীকে তালাক দেখিয়েছে।’
গৃহবধূর স্বামী মোকছেদ আলী বলেন, ‘আমরা এক সাথেই আছি। অথচ তালাকনামা দেওয়া হলো। কাজি মোশারফের সাথে আমার শত্রুতা আছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, পরিবারটি কাজির কুকর্মের শিকার। ইউনিয়নের কাজি নুরুল ইসলামের উচিত ছিল, বিষয়টি খতিয়ে দেখা। তিনি কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। আমরা বিষয়টি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করবো।
তবে এ বিষয়ে কাজির সহকারী মোশারফ হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কেটে দেন।