আল জাজিরার সম্প্রচার বন্ধে ৬ জন অ্যামিকাস কিউরি নিয়োগ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,১০ ফেব্রুয়ারি : দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ ও অনলাইন থেকে ভিডিও সরাতে হাইকোর্ট কোনো আদেশ দিতে পারে কি না সে বিষয়ে জানতে ৬ জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। এ নিয়ে পরবর্তী শুনানির দিন ১৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। অ্যামিকাস কিউরিরা ৬টি পয়েন্টে কথা বলবেন। রিট গ্রহনযেগ্যতা আছে কি না, রষ্ট্রের বাইরে আলজাজিরার ট্রান্সমিশন বন্ধ করা যাবে কি না, ওটিটি প্ল্যাটফর্ম থেকে কন্টেট সরাতে রেগুলেশন কি পর্যায়ে আছে, একজন ব্যক্তি এ ধরনের বিষয় নিয়ে রিট করতে পারেন কি না এসব বিষয়ে মতামত দেবেন তারা।

এরআগে আল জাজিরায় প্রচারিত বিতর্কিত প্রতিবেদনটি সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারনের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। এদিকে আল জাজিরায় প্রতিবেদনে মূল চরিত্র জুলকার নাইন সামিসহ ৮ জনের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটূক্তির মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।