মেঘনায় পন্যবাহী নৌকায় চাঁদাবাজ গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,০৭ ফেব্রুয়ারি : কুমিল্লা মেঘনায় পন্যবাহী নৌকায় চাঁদাবাজ গ্রেফতার । মেঘনা থানা টিম গত ০৫ ফেব্রুয়ারি যাত্রীবেশে পন্যবাহী নৌকায় যাওয়ার সময় হাতে নাতে মেঘনার ব্রাম্মনচর গ্রামের সামনের নদী হইতে ১। মোঃ আব্দুল মতিন (৪১) পিতা-মৃত করম আলী সাং আলীপুর ২। দেলোয়ার হোসেন মানিক (৪৩) পিতা মোঃ আব্দুল বাতেন সাং- চর বিনোদপুর উভয়কে চাঁদার টাকা সহ গ্রেফতারপূর্বক তাহাদের বিরুদ্ধে মেঘনা থানায় চাঁদাবাজির মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।