স্কুলের গণ্ডি না পেরোনো তরুণের অভিনব প্রতারণা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৩০ জানুয়ারি : কখনো নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেন। কখনো সাজেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। আবার কখনো ছাত্রলীগ নেতা, বিদেশি নাগরিক বা বড় কোন গ্রুপের শিল্পপতি বনে যান। দামী গাড়িতে যাতায়াত করেন পাঁচতারকা হোটেলে। ২০ বছর বয়সী এক তরুণের প্রতারণায় নিঃস্ব অনেকেই। সম্প্রতি কয়েকটি অভিযোগের পর, তাকে এখন খুঁজছে আইনশৃঙ্খলাবাহিনী।

ক্যাচ মি ইফ ইউ ক্যান। ফ্রাঙ্ক উইলিয়াম অ্যাবাগনেলের জীবনের সত্য ঘটনা নিয়ে সিনেমা। যে স্কুলের গন্ডি না পেরুলেও শিক্ষক, আইনজীবী, ডাক্তার, পাইলট সবই হয়েছিলেন। মেধাবী প্রতারক হওয়ায় নিয়োগ পান এফবিআইয়ে।

ভোলার দক্ষিণ আইচা গ্রামের আশরাফুল ইসলাম দীপু যেন আরেক ফ্রাঙ্ক উইলিয়াম অ্যাবাগনেল। স্কুলের গন্ডি পেরোননি, অথচ পরিচয় দেন কয়েকটি গ্রুপ অব কোম্পানির মালিক হিসেবে।

ভুয়া পরিচয় দেয়ায় একটি গ্রুপ অব কোম্পানি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছে দীপুর বিরুদ্ধে।

পাঁচতারকা হোটেলের ডায়াচে কথা বলছেন, গুলশান ওয়েলফেয়ার ক্লাবের নির্বাচনে বিজয়ী হিসেবে। যদিও বাস্তবে এই নামে কোন ক্লাব নেই।

কখনও চড়েন প্রাডোতে, কখনও বিএমডিব্লিউতে। খোঁজ নিয়ে জানা যায়, এসব গাড়ি তিনি ভাড়া নিতেন; চালক আবার তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা হিসেবে জানতেন।

নিজেকে সিআইপি ও যুক্তরাষ্ট্র প্রবাসী দাবি করে চালান টুইটার, লিঙ্কডইন। ইউটিউবে নিজের প্রশংসায় বানিয়েছেন ভিডিও। অখ্যাত অনলাইনে নিজেকে নিয়ে করান নিউজ।

আবার নিজেকে ভোলার ছাত্রলীগ নেতা দাবি করেন। ছাত্রলীগ কর্মীদের ব্যবহার করে, মানবিক টিম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। করোনা কালে সাধারণ মানুষকে সাহায্যের নামে টাকা হাতিয়ে নেবার অভিযোগও আছে।

এর আগে উপকূলীয় এলাকায় ত্রাণের টাকা নিয়ে অনিয়ম, স্কুলে উপবৃত্তি ও দপ্তরি নিয়োগে দুর্নীতি এবং মাদকের দায়ে কয়েকদফা আটকও হয়েছিলেন এই তরুণ।

দীপুর প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।