হিন্দি সিরিয়াল দেখে মাফিয়া হওয়ার চেষ্টা! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, ২৮ জানুয়ারি : পরিচয় ভারতীয় সন্ত্রাসী, হুমকি হিন্দি ভাষায়। এরপর গাড়ির নিচে পাওয়া যায় টেপ প্যাচানো নকল বোমা। ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার পর দুশ্চিন্তায় পড়েন গুলশানের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। আদাজল খেয়ে মাঠে নামা গোয়েন্দারা উদ্ধার করলেন আরো চমকপ্রদ তথ্য।

গেল ১১ জানুয়ারি হিন্দি উর্দু মেশানো হুমকি পান গুলশানের ঢালী সুপার শপের মালিক গিয়াস উদ্দিন ঢালী। পরিচয় দেয়া হয় ভারতীয় সন্ত্রাসী ছোটা শাকিলের। ভারতীয় সিরিয়াল দেখে ঐ ব্যবসায়ীর কেয়ারটেকারের ছেলেই করেছে এ কাজ। একজনের সিম, আরেকজনের ফোনে চালিয়েছে চাঁদার আলাপন।

এরপর দিন মুন্সীগঞ্জে গ্রামের বাড়িতে অবস্থানের সময় তার গাড়ির নিচে মেলে, লাল টেপ মোড়ানো বোমার মতো বস্তু। বোম ডিজপোজাল ইউনিট সেটি অপসারণের পর জানায়, তাতে বিস্ফোরক ছিলো না। কিন্তু চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সেই ব্যবসায়ী।

এরপর বাড্ডা থানায় মামলা করেন তিনি। থানা পুলিশের পাশাপাশি তদন্তে নামে গোয়েন্দারাও। বুধবার মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয় ইমান হোসেন নামে এক তরুণকে। ইমন ঢালী পরিবারের এক যুগেরও বেশি বিশ্বস্ত কেয়ারটেকারের ছেলে। ঘটনা জেনে ক্ষমা চেয়েছেন তার বাবা।

হিন্দি সিরিয়াল দেখে দ্রুত ধনী হবার স্বপ্নে এমন কাণ্ড ঘটিয়েছে এই তরুণ; জানায় ডিবি পুলিশ।

দেশে কোনো শীর্ষ সন্ত্রাসীর অস্তিত্ব নেই দাবি করে কর্মকর্তাদের আহবান, চাঁদা চেয়ে কেউ ফোন করলে দ্রুত পুলিশকে জানাতে।