ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,২০ জানুয়ারি ২০২১ : একসাথে স্মরণকালের সবচেয়ে বেশি মাদকদ্রব্য ধ্বংস করা হলো কক্সবাজারে। যার বাজারমূল্য পাঁচশো ৩৫ কোটি টাকারও বেশি। দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কক্সবাজার রিজিয়নের দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধংস করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকরোধে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি, আরো কঠোর হতে বললেন আইনশৃঙ্খলা বাহিনীকে।
এ যেন মাদকের প্রদর্শনী। সাজানো আছে ইয়াবা, মদ, বিয়ারসহ নানা মরণ নেশা। যার ছোবলে প্রতিনিয়ত ধংসের দিকে যাচ্ছে দেশের তরুণ প্রজন্ম।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কক্সবাজার রিজিয়নের বিভিন্ন ইউনিট গত তিন বছরে উদ্ধার করে এসব মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ১ কোটি ৭৭ লাখ ইয়াবা, পাঁচ হাজার ৭৯৯ বোতল মদ, সাড়ে ৩৩ হাজার ক্যান বিয়ারসহ বিভিন্ন ধরণের মাদক। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে যা ধ্বংশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই।
স্মরণকালের সবচেয়ে বড় এই মাদকদ্রব্য ধ্বংসের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রী আহ্বান জানান, মাদক রোধে পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসার। কঠোর হতে নির্দেশ দেন আইনশৃঙ্খলা বাহিনীকে।
উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য পাঁচশো পয়ত্রিশ কোটি টাকারও বেশি।