প্রতিবন্ধী হওয়ায় মাস্টার্স পাশ করেও চাকরি পাননি আকলিমা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জামালপুর প্রতিনিধি,১৬ জানুয়ারি ২০২১ : জন্ম থেকেই অচল দুই পা। তাতে কি? ইচ্ছেশক্তির জোরে সম্পূর্ণ করেছেন মাস্টার্স ডিগ্রি। সংগ্রামী এই জীবনে এগিয়ে চলেছেন, নিজ গতিতে। তবে খুব সহজ ছিলোনা এই পথচলা।

জামালপুর পৌর শহরের আকলিমা আক্তার। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধি। একমাত্র উপার্জনক্ষম বাবা কাজ করেন অন্যের জমিতে। কোনো রকমে চলে তাদের সংসার।অভাবের সংসার হলেও নিজের প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি পান।

পরিবারে কিছুটা স্বচ্ছলতা আনতে এরই মধ্যে বসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষায়। তাতে ভাল ফল করলেও প্রতিবন্ধী হওয়ায় চাকরি জোটেনি তার। তবে হাল ছাড়েননি আকলিমা। মাত্র ৪ হাজার টাকার বেতনে স্থানীয় একটি একাডেমিতে শুরু করেন শিক্ষকতা।

আকলিমার এমন দৃঢ় মানসিকতার প্রশংসা করেন পরিবার ও স্থানীয়রা। পাশাপাশি তার পাঠদানে খুশী শিক্ষার্থীরা। ৬ জনের সংসারে সামান্য আয়ে কষ্টে দিন কাটছে তাদের।

তাই সরকারি সহযোগিতা চান তার পরিবার।