ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৪ জানুয়ারি ২০২১ : ভোগান্তি কমলো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা জনগোষ্ঠীর। এখন থেকে প্রায় ১ কোটি জনগণ ভাতা সরাসরি পাবেন তাদের মোবাইল অ্যাকাউন্টে। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি সমাজকল্যাণ মন্ত্রণলায়ের এ উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোদ-ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ব্যাংক থেকে ভাতার অর্থ তুলতে হতো সামাজিক নিরাপত্ত বেষ্টনীর আওতায় থাকা জনগোষ্ঠিকে। মুজিববর্ষে সে দুর্ভোগ লাঘবের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সামাজিক নিরপত্তা বেষ্টনীর আওতায় থাকা প্রায় ১ কোটি জনগণ ভাতা সরাসরি পাবেন তাদের মোবাইল অ্যাকাউন্টে।
বক্তব্যে সমাজের অনগ্রসরদের আর্থ-সামাজিক উন্নয়নে নেয়া পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। প্রাপ্ত সুবিধা যেন সরাসরি সুবিধাভোগীর হাতে পৌঁছায়; তা নিশ্চিতে গুরুত্ব দেন তিনি।