সাঈদ খোকনের অভিযোগ উড়িয়ে দিলেন তাপস (ভিওিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১০ জানুয়ারি ২০২১ : নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বললেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। জানান, অবৈধ স্থাপনা ও দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে, কারও বাধায় তা বন্ধ হবে না।

সময়ের ব্যবধান পাঁচ বছর, একই দলের দুই মেয়র। দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগ সিটি করপোরেশনের চার দেয়াল ছাড়িয়ে রাজনীতির মাঠে।

গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ অংশ উচ্ছেদের পর শনিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়রের বিরুদ্ধে শত শত কোটির টাকার দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন।

তবে, ওইদিন এ নিয়ে মুখ খোলেননি মেয়র তাপস। রোববার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন শ্রদ্ধা জানাতে গেলে, তার কাছে প্রশ্ন ছিলো খোকনের অভিযোগ বিষয়ে।

যদিও তার দাবি, সাঈদ খোকন এর সবই করছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে, যা সমীচীন নয়।

শত শত কোটি টাকার দুর্নীতির এই অভিযোগ নিয়ে সরব রাজনৈতিক দলগুলোও। রোববার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দুই মেয়রের এ সব বক্তব্যে, বর্তমান সরকারের দুর্নীতির সর্বগ্রাসী চিত্রই ফুটে উঠেছে।

সংবাদ সম্মেলনে সরকারের ভ্যাকসিন কেনায়ও দুর্নীতির অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব। বলেন, এতে মধ্যস্বত্ত্বভোগীদের নিয়োগ করা হয়েছে।