ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ নাজিম উদ্দিন (নিজাম) মেঘনা থেকে,০৯ জানুয়ারি ২০২১ : কুমিল্লার হোমনায় এক বুদ্ধিপ্রতিবন্ধি গৃহবধূ তাসলিমা আক্তার (২২)কে গণধর্ষণের অভিযোগে আজ ৪ বখাটে গ্রেফতার করে হোমনা থানা পুলিশ। আজ ০৯ জানুয়ারী ২০২১ (শনিবার) গভীর রাতে কুমিল্লার সিনিয়র পুলিশ সুপার (এএসপি সার্কেল হোমনা) মোঃ ফজলুল করিমের নেতৃত্বে উপজেলার চারকুরিয়া গ্রাম থেকে আসামী ৪ বখাটেকে গ্রেফতার করে হোমনা থানা পুলিশ। আসামীদের বিরুদ্ধে ভিকটিম বুদ্ধিপ্রতিবন্ধি গৃহবধূ তাসলিমা আক্তারের স্বামী দিন মজুর মোঃ ছফি মিয়া (সফিক) বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৬ তাং ৯ জানুয়ারী ২০২১ইং।
আসামীরা উপজেলার চারকুরিয়া গ্রামের মোঃ ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ হাসান (২৭), মোহন মিয়ার ছেলে মোঃ রাসেল (২০), জয়নাল আবেদীনের ছেলে মোঃ ইউসুফ প্রকাশ বাদশা (২৫) ও মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়া (১৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২০ইং (মঙ্গলবার) দিবাগত রাত প্রায় ২টার দিকে হোমনা উপজেলার চারকুড়িয়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে দিন মজুর মোঃ শফিক মিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রী তাসলিমা আক্তার (২২)কে একই গ্রামের মোঃ হাসান (২৭), মোঃ রাসেল (২০), মোঃ ইউসুফ প্রকাশ বাদশা (২৫), ও মোঃ সোহাগ মিয়া (১৬) কৌশলে ঘরে ডুকে দলবদ্ধভাবে গনধর্ষণ করে।
অভিযোগ উঠে স্থানীয় একটি টাউট,বাটপার মহল ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের টাকায় রফাদফার চেষ্ঠা করে।
পরে সিনিয়র পুলিশ সুপার (হোমনা সার্কেল এএসপি) মোঃ ফজলুল করিমের নেতৃত্বে হোমনা থানার সিনিয়র অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়েস আকন্দ, এসআই মোঃ আশেকুল ইসলাম, এএসআই রফিক, এএসআই মোরশেদসহ সংগীয় ফোর্সদের নিয়ে গভীররাতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে । হোমনা থানা অফিসার ইনচার্জ, আবুল কায়েস আকন্দ ঘটনার সতত্য স্বীকর করে,তিনি বলেন আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকর করেছে।