ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৭ ডিসেম্বর : আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।
প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সরাসরি সম্প্রচার করছে।প্রধানমন্ত্রী তার ভাষণে গত ১২ বছরে দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরছেন। উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তার পরিকল্পনা ও রোডম্যাপের কথা পুনরায় উল্লেখ করেন তিনি। সরকারের গৃহীত পদক্ষেপে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ মর্যাদাশীল আসনে অবস্থান করছে বলে ভাষণে উল্লেখ কেরেন তিনি। সরকার প্রধান তার আমলে গৃহীত পদক্ষেপের পাশাপাশি নানা অর্থনৈতিক সূচক এবং পরিসংখ্যানও তুলে ধরেন।এছাড়া তার ভাষণে করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন ধরনের সহায়তা প্যাকেজ, অর্থনৈতিক প্রণোদনা, ভ্যাকসিন এনে করোনা প্রতিরোধ করার বিষয়ে জানান।শেখ হাসিনা চতুর্থবার এবং টানা তৃতীয় বারের মত ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে।