উচ্ছেদ নিয়ে কারো সাথে আপস করা হবে না: তাপস (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৩০ ডিসেম্বর : ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস বলছেন, ঢাকা সিটির উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। এতে কেউ হেয় হলে সে দায় সিটি করপোরেশনের নয়।

উচ্ছেদ নিয়ে কারো সাথে আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ফজলে নূর তাপস।

এদিকে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা আমলে নিলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেটের এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এ মামলা করেন। তার অভিযোগ ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর বৈধতা দেয়ার কথা বলে, দোকানিদের কাছ থেকে প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন সাবেক মেয়র।