ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),দৈনিক মানব জমিনের সৌজন্যে,২৬ ডিসেম্বর : কুমিল্লার মেঘনা উপজেলায় গোবিন্দপুর ইউনিয়ন খিরারচর বাজার সংলগ্ন দীর্ঘ ৪০ বছর পরে থাকা ব্রিজটির অভাবে ২ টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষসহ স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ভোগান্তি চরমে। সরজমিন গিয়ে দেখা যায়, খুঁটিভাঙা, মারাত্মক ঝুঁকিপূর্ণ খালের অর্ধেকের মধ্যে একটি ছোট জরাজীর্ণ ব্রিজ ও বাকি অর্ধেক বাঁশের একটি লম্বা ঝুঁকিপূর্ণ সাঁকো। ব্রিজটির অবস্থা এতটাই শোচনীয়, যেকোনো সময় ভেঙে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ব্রিজের নিচ দিয়ে নৌযান চলাচল করে, চলাচলের সময় পানির ঢেউয়ে ব্রিজটি কম্পিত হতে থাকে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর, দড়িকান্দি, দক্ষিণকান্দি, চাওলা ঘাটা, জয়নগর, চরপাথালিয়া, মহেশখোলা, আলীপুর, বিনোদপুর, করিমাবাদ, হিজলতলী, মির্জানগর ও ভাওরখোলা ইউনিয়নের খিরারচর, খাসেরগাঁও, দড়ি মির্জানগর, ওমরাকান্দা, ভারতপুর নোয়াগাঁও, ভাওরখোলাসহ এই অঞ্চলের মানুষের যাতায়াতের খুবই গুরুত্বপূর্ণ, ব্রিজটি হলে শুধু এই দুই ইউনিয়নের উপকার হবে- এমনটা নয় বরং মেঘনা উপজেলার বিভিন্ন রাস্তার যানজট নিরসনে ব্যাপক ভূমিকা পালন করবে। এলাকাবাসী বলেন, আমাদের এই নবগঠিত উপজেলায় ৩ বার উপজেলা নির্বাচন হয় এবং মেঘনা আওয়ামী লীগ ৩ শীর্ষস্থানীয় নেতা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও আমাদের এই ব্রিজটি দেখার কেউই নেই। প্রধানমন্ত্রী ও কর্তৃপক্ষের কাছে, জোর দাবি জানাচ্ছি যে, এ ব্রিজটি যেন খুব দ্রুত কাজ করে এলাকার মানুষের দুঃখ, কষ্ট ও অশান্তি লাঘব করা হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন- আগে কী হয়েছে জানি না তবে আমি ব্রিজটি তাড়াতাড়ি তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এই ব্যাপারে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান এর সাথে কথা বললে তিনি জানান, আমরা এই ব্রিজের আবারও নতুন করে আবেদন করেছি ইনশাআল্লাহ্ নতুন বছরে ব্রিজটির টেন্ডার হবে বলে মনে করছি।।