দেশের উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পঞ্চগড় প্রতিনিধি,১৯ ডিসেম্বর : শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। উত্তরের কয়েক জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে ভোর পর্যন্ত সড়ক-মহাসড়ক ঢেকে থাকে, ঘন কুয়াশায়।

বেলা বাড়ার সাথে সূর্যের দেখা পাওয়া গেলেও; শীতের অনুভূতি থেকেই যায়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকে। তবে বেশি বিপাকে পড়েছেন, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া অফিস জানায়, এখন পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মাসের শেষদিকে দেশজুড়ে বইতে পারে, হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।