বাড়ছে শীতের দাপট, উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের শঙ্কা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১২ ডিসেম্বর : দেশে আরও দু-তিন দিন থাকতে পারে ঘন কুয়াশা। এরপর আরও বাড়তে পারে শীতের দাপট। যাতে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের কোথাও কোথাও দেখা দিতে পারে মৃদু শৈত্য প্রবাহ। এমনই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। ঘন কুয়াশা ও শীত বাড়ায় অনেকেই পড়েছেন ভোগান্তিতে। তাই স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা।

ঘড়ির কাটায় সকাল প্রায় দশটা। রাজধানীতে দেখা নেই সূর্যের। চারদিকে কুয়াশা, সেই সাথে মৃদু বাতাস। পরিষ্কারভাবে জানান দিচ্ছে যে, বাড়ছে শীত। ঋতু বদলের পালায় প্রকৃতিও বদলাচ্ছে তার রূপ। নিয়ম মেনেই গাছপালার কোন কোনটি হয়েছে রঙিন, কোনটি আবার হারিয়েছে সতেজতা।

আবহাওয়ার এমন বিরূপ অবস্থার মাঝেই জীবন-জীবিকার প্রয়োজনে ছুটে চলা সাধারণ মানুষের। যদিও দিনমজুর বা খেটে খাওয়া মানুষের ভোগান্তিটাই বেশি। হঠাৎ শীত বাড়ায়, স্বাস্থ্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন কেউ কেউ। অনেকের আবার বাধা পড়ছে, স্বাভাবিক কাজে।

চিকিৎসকরা জানান, এ সময়টাতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগবালাই বেশি হয়ে থাকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ঝুঁকি বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুয়েকদিন পর ঘন কুয়াশা কমতে পারে, তবে বাড়তে পারে শীত।

শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৪.৬ ডিগ্রি।