প্রত্যেকের জীবনে ভালোবাসার মানুষ আছে : মেহজাবীন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,১২ ডিসেম্বর : মেহজাবীন চৌধুরীর শিডিউল পাওয়া আর সোনার হরিণ হাতে পাওয়া একই—নাটকপাড়ায় কান পাতলেই এ রব শোনা যায়। তিনি যে কতটা ব্যস্ত, টেলিভিশন ও অন্তর্জালে নজর রাখলেই আঁচ পাওয়া যায়। টানা শিডিউল। দম ফেলার অবকাশ নেই। এ অভিনেত্রীর সময়ের ছক থেকে একফালি নিতে একটু তো কাঠখড় পোড়াতে হবেই! হলোও তাই।

ছোট পর্দার এ তারকাকে এত হন্যে হয়ে খোঁজার কারণও অবশ্য আছে। তাঁর অভিনীত ‘বুকের বাঁ পাশে’ টেলিফিল্মটি সম্প্রতি এনটিভির ইউটিউব চ্যানেলে দুই কোটির বেশি ভিউ হয়েছে, যা এনটিভির ইউটিউবে প্রচারিত নাটকের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।

নিজের নাটকের এমন অর্জন সম্পর্কে আগেই জানেন মেহজাবীন। তাই সরাসরি তাঁর কাছে অনুভূতি জানাতে চাওয়া। মেহজাবীনের উত্তর, ‘আমরা তো কাজ করি দর্শকের জন্য। যত বেশি দর্শকের কাছে নাটক পৌঁছায়, তত বেশি ভালো লাগা। আর যত বেশি মানুষ নাটক দেখবে, আমাদের ইন্ডাস্ট্রিও এগিয়ে যাবে।’

মেহজাবীন তাঁর নাম ছোট করে ‘মেহু’ রেখেছেন। শুধু তা-ই নয়, এ নামের জন্য বেশ ঘটা করে ধন্যবাদও দিয়েছেন ভক্তদের। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, নাটকটি নিয়ে কাজ করার সময় এত ভালোবাসা বুকে রাখতে হবে ভেবেছিলেন? মেহুর সরল উত্তর, ‘আশা করা হয়েছিল। এক্সপেকটেশন ছিল, মানুষ অনেক দিন পরে একটা রোমান্টিক গল্প দেখবে। রোমান্টিক ট্র্যাজেডি তাদের ভালো লাগতে পারে। আমাদের আশা ছিল, এটা ভালো করবে এবং তা-ই হয়েছে।’

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) অনলাইন মেহজাবীনের কাছে জানতে চেয়েছিল, ঠিক কী কারণে এত মানুষ নাটকটি দেখেছেন বলে মনে করেন? তাঁর ব্যাখ্যা, ‘হাজার হাজার বছর ধরে ভালোবাসা, এই চলনটা চলে আসছে। রোমান্টিক কাজ নাটক বা ফিল্ম, এটা কখনো মানুষের ভালো না লাগার হবে না। দিনশেষে মানুষ ভালোবাসা রিলেটেড জিনিস দেখতে পছন্দ করে। ভালোবাসার ওপর তো পুরো পৃথিবী টিকে আছে। প্রত্যেকটা মানুষের জীবনে যেহেতু ভালোবাসা আছে, ভালোবাসা বা ভালোলাগার প্রতি কানেকশন আছে। বা ইমোশনটা ধরা খুব সহজ। কারণ, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোলাগার মানুষ, ভালোবাসার মানুষ আছে।’

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)র যেসব দর্শক টেলিফিল্মটি দেখেছেন, তাঁদের মেহজাবীন বলেছেন, ‘তাঁদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আমরা কাজ করি দর্শকের জন্য। দর্শক যখন দিন শেষে এত ভালোবাসা দেন, তখন মনে হয় আমাদের এত কষ্ট, এত শ্রম স্বার্থক। তাদের কাছে অনুরোধ থাকবে—আমাদের সব সময় চেষ্টা থাকে ভালো কাজ দেওয়ার, সব সময় যে সবকিছু ভালো হবে তা-ও না, তবে চেষ্টা কম থাকে না। তো, আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন।’