কুয়েতে আটক এমপি পাপুলের মামলার শুনানি শেষ, রায় ২৮ জানুয়ারি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,২৭ নভেম্বর : কুয়েতে মানব পাচার, মানি লন্ডারিং সহ বেশ কিছু মামলায় আটক বাংলাদেশের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে প্রাক্তন উপসচিব, শেখ মাজন আল-জাররাহ, নওয়াওয়াফ আল-মুতাইরি, এবং  হাসান আল-খাদেরকে ২০ হাজার দিনার জামানতে জামিন দেওয়া হয়।একই মামলার আরো অন্য আসামি এমপি কাজী শহিদ ইসলাম পাপুল, রাশেদুল এবং মাহবুব সহ পাঁচজনকে ২৮ জানুয়ারি  মামলার রায় শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।