সাততলা বস্তিতে ছাই হওয়া সম্পদে বেঁচে থাকার অবলম্বনের খোঁজ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২৫ নভেম্বর : প্রতিবারই ভাগ্যক্রমে বেঁচে জীবনটুকু হাতে নিয়ে, আগুনের পরীক্ষা উতরাতে হয়, মহাখালীর সাততলা বস্তির মানুষকে। ৮ বছরে চারবারের মতো আগুনে সব হারালেন, দিন এনে দিন খাওয়া মানুষগুলো। প্রাণটা ছাড়া অবশিষ্ট নেই কিছুই। এখনো মেলেনি সহায়তার আশ্বাস, অনিশ্চয়তার দিকে তাকিয়ে হাজারো পরিবার। ধারণা করা হচ্ছে, শটসার্কিট বা ফ্রিজের কমপ্রেসারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

নিচতলায় দোকান আর দোতলায় ঘর সবপুড়ে ছাই। ড্রামের পানিতে যদি কিছু পাওয়া যায় সে আশায় পুড়ে যাওয়া সম্বলকে হাতরে বেরাচ্ছেন বিউটি আক্তার। পাশে নির্বাক নিঃস্ব স্বামী কামাল।

সাততলা বস্তিতে পুড়ে যাওয়া ঘরের সব বাসিন্দাদের গল্প এখন এক অভিন্ন। দুলাল দাশের কথাই ধরা যাক, বাজার রোডের অন্য আট দশজন ব্যবসায়ীর মধ্যে ভালোই ছিলেন তিনি। কিন্তু টাকা পায়সা দোকানের মালামাল সব শেষ হয়ে গেছে আগুনের লেলিহান শিখায়। খুঁজে পাওয়া টাকার ভান্ডিলে অবশিষ্ট নেই একটি নোটও।

বিউটি, কামাল কিংবা দুলাল দাশের মতো দিশাহীন এই পরিবারগুলোর চাপা কষ্টের কথা এখন কার কাছে বলবেন কিংবা কোথাই বা যাবেন তারা তা ভেবে পাচ্ছেন না। জীবনটুকু নিয়ে ফেরা। একরাতের ব্যবধানে খোলা আকাশের নিছে ঠাই নিতে হচ্ছে তাদের।