ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পাবনা প্রতিনিধি,২২ নভেম্বর : ঘুষ নিয়ে নিয়োগ দিয়েছেন দুজন শিক্ষক। সেই ঘটনা ধামাচাপা দিতে অন্যান্য শিক্ষকদের কাছ থেকে জোর করে স্বাক্ষর চান পাবনার সুজানগরের চিনাখরা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি। এ নিয়ে শিক্ষাবোর্ডে লিখিত অভিযোগের পর তদন্তে উঠে এসেছে দুর্নীতির সত্যতাও। তবে পরিচালনা পর্ষদের সভাপতির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।
পাবনার সুজানগরের চিনাখুরা স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় স্থানীয় একটি পত্রিকায়। তারিখ, ২০১৫ সালের ২০ অক্টোবর। অথচ পত্রিকার শিরোনামের পাশেই আছে মুজিব বর্ষের লোগো।
টাকার বিনিময়ে ভুয়া এই বিজ্ঞপ্তিতে এ বছরের ২রা মে নিয়োগ পান দুই প্রভাষক সোহেল রানা ও সোলায়মান কবির। অনিয়ম করে নিয়োগের বিষয়টির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
দুর্নীতির এই ঘটনা পুনঃতদন্তের আবেদন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অভিযুক্ত সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান ও সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক। এই আবেদনে বর্তমান অধ্যক্ষসহ শিক্ষকরা সই দিতে না চাইলে জোর করে সই নেয়া হয় সাদা কাগজে।
তবে, বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সাবেক অধ্যক্ষ। আর পরিচালনা পর্ষদের সভাপতির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।
চিনাখরা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম শাহীন দোলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও। স্থানীয়দের অভিযোগ, তার আশ্রয়-প্রশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে প্রায়ই বসে মাদকের আখড়া।