জাতীয় পরিচয়পত্রে মায়ের নামের ভুলে দুর্বিষহ মনজুর জীবন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরগুনা প্রতিনিধি,২০ নভেম্বর : বাবা মারা যাওয়ায় ব্যাংক ঋণ পরিশোধের ভার পড়ে ছেলে মনজুর ওপর। কিন্তু, জাতীয় পরিচয়পত্রে মায়ের নামের জটিলতায় এখন দুর্বিষহ জীবন হয়ে উঠেছে তার। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ৫ বছর ধরে। উপায় খুঁজতে ঘুরছেন আদালতের বারান্দায়-বারান্দায়।

মনজু আলম পেশায় মিস্ত্রি; মানুষের দালান গড়লেও, গড়তে পারছেন না নিজের ভবিষ্যৎ। তাইতো ভাগ্যের ফেরে এসেছেন হাইকোর্টে। উদ্দ্যেশ্য একজন আইনজীবী খোঁজা।

মোটামুটি স্বচ্ছলতার সাথেই চলছিলো সবকিছু। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবার ঋণ উল্টে দিয়েছে জীবনের গুটি। মনজু পরিবার ছাড়া আজ প্রায় ৫ বছর।

বাবা তফেজউদ্দিন এর মৃত্যুর পর বরগুনা কৃষি ব্যাংক থেকে নেয়া বাবার ৫০ হাজার টাকার ঋণ পরিশোধের দায় ঘাড়ে চাপে মনজুর। তবে সেই দেনা পরিশোধে বাঁধে ঝামেলা। জাতীয় পরিচয়পত্রে মায়ের নামের সাথে গড়মিল থাকায় ঋণ নিতে অস্বীকৃতি জানায় ব্যাংক। শুরু হয় ২০১৭ সাল থেকে পলাতক জীবন।

এরপর বরগুনা নির্বাচন কমিশন অফিস ছাড়াও নানা জায়গায় ধর্না দিয়েছেন মায়ের নাম ঠিক করতে, তবে কাজ হয়নি। উল্টো টাকাও খুইয়েছেন তিনি।

এ বিষয় কথা বলতে চাইলে এনআইডি ডিজি কথা বলতে রাজি হননি। নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর জানিয়েছেন যদিও বিষয়টি এন আইডি বিভাগের তারপরও খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।

এর আগেও বিভিন্ন গণমাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিয়ে এমন অভিযোগ আসলেও অধিকাংশ সময়ই তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।