ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২০ অক্টোবর : সরকারের হুমকিতেও নাগালে আসেনি আলুর দাম। উল্টো রাজধানীর পাইকারি বাজার থেকে উধাও হয়ে গেছে নিত্যপণ্যটি। আজও খুচরা বাজারে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। যা সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে ১৫ টাকা বেশি।
বেঁধে দেয়া দামে আলু বিক্রি না হলে প্রয়োজনে বল প্রয়োগ করবে সরকার। রোববার বাণিজ্যমন্ত্রীর এমন ঘোষণার পর, রাজধানীর পাইকারি বাজার থেকেই উধাও আলু। কারওয়ান বাজারে সারা দিনেও আসেনি নতুন চালান। আগের কেনা পুরনো আলুই বিক্রি হয়েছে। ফলে বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। পাইকারিতে তাই ৩৫-৩৬ এবং খুচরায় ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, বছর ব্যবধানে দেশে আলুর উৎপাদন বেড়েছে, সাড়ে ১২ লাখ টন। এ বছর মোট উৎপাদন ১ কোটি ৯ লাখ টন; আর চাহিদা ৭৭ লাখের মতো। অর্থাৎ চাহিদার তুলনায় উদ্বৃত্ত আছে, ৩২ লাখ টন। তাই বাড়তি দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা।
পাইকাররা জানান, হিমাগার থেকে আলু বিক্রি বন্ধ কোরে দিয়েছেন, স্থানীয় ব্যবসায়ীরা। যার প্রভাব পড়েছে বাজারে।
বিশ্লেষকরা বলছেন, নিয়মিত নজরদারির পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মাঝে পণ্যের মজুত সম্পর্কে স্বচ্ছ দিয়ে বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হবে।
২০১৯-২০ অর্থবছরে আলু রপ্তানি হয়েছে ৩৩ হাজার টন।