প্রেসক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে গণসমাবেশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৯ অক্টোবর : দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ ও আলোর মিছিলের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নূর এতে অংশ নিয়েছেন।সরেজমিন দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৪টার পর ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

গণসমাবেশে অংশ নিয়ে তারা ধর্ষণবিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এসময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।বক্তারা বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন ধর্ষকেরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এ কারণে ধর্ষণের মতো জঘন্য অপরাধ চলে আসছে। ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের দাবি জানান তারা।সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে আলোর মিছিল বের হওয়ার কথা রয়েছে।এদিকে সমাবেশের কারণে প্রেসক্লাব ও আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘গণসমাবেশ ও আলোর মিছিল ঘিরে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় সেদিকে সতর্ক নজর আছে।’