ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৭ অক্টোবর : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
এ সময় তারা রাস্তার ওপর বসে নানা স্লোগান দেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মতিঝিল সরকারি বিদ্যালয়ের ছাত্রী নওশাবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বারবার ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ফাঁসি বা শাস্তি না হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড বেড়েই চলেছে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী রিয়াদ বলেন, এ ধরনের জঘন্য অপরাধ বারবার ঘটলেও উপযুক্ত শাস্তি কেউ পাচ্ছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মতিঝিল মডেল, সরকারি বিদ্যালয় এবং আইডিয়াল স্কুলের চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার পর থেকে মতিঝিল শাপলা চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টার পর তারা রাস্তায় অবস্থান নেন।
এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে বলেন, চেষ্টা করছি ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দিতে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।