বিপিএলে ব্যাপক জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন আমব্রিন। কিন্তু হঠাৎ করেই তাকে সরিয়ে দেয়া হয়েছে বিপিএল থেকে। ফলে ফাইনাল ম্যাচে আর দেখা যাবে না তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই তথ্য জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, হ্যা, পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো করা সত্ত্বেও আমি বিপিএলের ফাইনালে থাকছি না। কারণ আমি যেকোন মূল্যে এমন কিছু করতে রাজি ছিলাম না যা আমার নীতি-নৈতিকতার বিরুদ্ধে যায়!
এদিকে, আমব্রিনের সরে যাওয়ার ব্যাপারে চ্যানেল নাইনের অনুষ্ঠান ও বিপিএল ইভেন্ট সম্প্রচার প্রধান তানভীর খান বলেন, আচরণবিধি লঙ্ঘন এবং উশৃঙ্খল জীবনাচরণের কারণে বিপিএলের এই আসর থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
উল্লেখ্য, আগের দুই আসরে শিনা চৌহানের জায়গায় এবারে বিপিএলের সঞ্চালকের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক ভারতীয় পামেলাকে। সঙ্গে বাংলাদেশের আমব্রিন।