এজলাস থেকে নেমে পুলিশকে দায়িত্ব পালনে সতর্ক করলেন বিচারপতি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,০১ অক্টোবর : বিচার চলাকালীন সময়ে কোর্ট রুমের বাইরে দায়িত্ব পালনের অবহেলার বিষয় লক্ষ্য করে এজলাস থেকে নেমে পুলিশ সদস্যদের সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। একইসঙ্গে বিচারপ্রার্থী জনগণ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে অযথা ভিড় করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের  হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ শুরু হয়।  এক পযায়ে ফৌজদারি এই বেঞ্চে আগাম জামিন নিতে আসা বিচারপ্রার্থীরা স্বাস্থ্য বিধি অনুসরণ না করে কোর্ট রুমের বাইরে ভিড় ও চেচামেচি করতে থাকেন। এতে বিচারকাজ বিঘ্নিত হতে থাকে। এসময় ওই জায়গায় দায়িত্বরত পুলিশ সদস্যরা  কোন ভুমিকা পালন না করে নিরবে বসে ছিলেন।

বিষয়টি লক্ষ্য করে এজলাস থেকে নেমে বিচাপতি শেখ হাসান আরিফ পুলিশ সদস্যদের সতর্ক করেন এবং বিচারপ্রার্থী জনগন করোনাকালীন এই সময়ে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। স্বয়ং বিচারপতির উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণের মধ্যেই এনেক্স কোর্ট ভবনের বারান্দা ফাঁকা হয়ে যায় এবং পুলিশসহ সবাই স্বাস্থ্যবিধি অনুসরণে তৎপর হয়ে উঠে।

সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে সুত্রে জানা যায়,দায়িত্ব অবহেলার জন্য ৫ পুলিশ সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন বিচারপতি শেখ হাসান আরিফ।